প্রায় একযুগ ধরে ক্রিকেটের অভিভাবকের দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। ২০১২ সাল থেকে বিসিবির সভাপতি হয়ে এই দায়িত্ব শুরু হয় তার, যা চলমান এখনো। তবে এর মধ্যেই ক্রিকেটের পাশাপাশি এবার পুরো দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবকের পদ পেয়েছেন তিনি।
সবশেষ অনুষ্ঠিত হওয়া কিশোরগঞ্জ-৬ আসন থেকে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত হওয়ার পর গেল পরশু দিন প্রথম বারের মতো মন্ত্রিত্ব পান পাপন। আর প্রথমবারের বাজিমাত। পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। আর বিসিবি বস এই দায়িত্ব পাওয়ার পর সবার প্রত্যাশা ক্রিকেটের মতো দেশের সব ক্রীড়াঙ্গনেরই উন্নয়নের ছোঁয়া দেখা যাবে।
এ প্রসঙ্গে গতকাল শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘পাপন ভাইয়ের কাছে প্রত্যাশাটা সবার অনেক বেশি থাকবে। সব খেলারই অবকাঠামোটা আরো এগিয়ে নেওয়া সম্ভব। আরো এগিয়ে নিতে হবে যদি আমরা বিশ্ব লেভেলে প্রতিযোগিতা করতে চাই। সে ক্ষেত্রে আগে হয়তো তার কিছুটা সীমাবদ্ধতা ছিল। এখন যেহেতু ক্রীড়া মন্ত্রী হয়ে গিয়েছেন, সেই সীমাবদ্ধতাটা কম থাকবে।’
ভিন্ন আরেকটি প্রশ্নে বিসিবি সভাপতিকে নিয়ে তিনি বলেন, ‘পাপন ভাই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আছেন অনেক দিন ধরে। এর পাশাপাশি অন্য সংগঠনগুলোর দেখাশুনা করেছেন। অন্য সংগঠনগুলো যখন তাদের দরকার হয়েছে তার কাছে কিন্তু এসেছে।