নিয়োগ পরীক্ষায় প্রেমিকাকে পাশ করাতে ছদ্মবেশ ধারণ করেছিলেন এক তরুণ। মিথ্যা পরিচয়ে পরীক্ষা দিতে গিয়ে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
গত ৭ জানুয়ারি ভারতের পাঞ্জাবের ফরিদকোট জেলার একটি স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
গ্রেফতার ওই তরুণের নাম আংরেজ সিংহ। আর তার প্রেমিকার নাম পরমজিৎ কৌর।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেমিকা পরমজিতকে নিয়োগ পরীক্ষায় পাশ করাতে নিজেই নারীর বেশ ধারণ করেন আংরেজ। পরনে চুড়িদার, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক ও হাতে চুড়ি পরে পরীক্ষা কেন্দ্রে যান তিনি।
কিন্তু পরীক্ষা দেওয়ার আগে বায়োমেট্রিক যন্ত্রে আংরেজের আঙুলের ছাপ আসল পরীক্ষার্থীর আঙুলের ছাপের অনুরূপ না হওয়ায় ধরা পড়েন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, নারীর বেশে ছবি তুলে পরমজিতের নামে ভুয়া পরিচয়পত্র তৈরি করেন আংরেজ। প্রেমিকা যেন ভালো নম্বর নিয়ে পাশ করতে পারেন, তাই নিজেই পরীক্ষা দিতে যান আংরেজ। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে বায়োমেট্রিক যন্ত্রে ধরা পড়ে যান ওই তরুণ। সঙ্গে সঙ্গে পরমজিতের ফরমও বাতিল করে দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।