ডেস্ক নিউজ: ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে নতুন আলোচনায় এসেছেন আরো একজন প্রার্থী। জাউয়া বাজার ইউনিয়নের কৃতিসন্তান,গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক তিনবারের সভাপতি,যুক্তরাজ্য যুবলীগেরসাংগঠনিক সম্পাদক,প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় আস্থাভাজন মো.মাহমুদ আলী।
আসন্ন উপজেলা নির্বাচনে মো. মাহমুদ আলী প্রার্থী হতে পারেন বলে তার একাধিক কর্মী সমর্থকরা জানিয়েছেন।বিগত সময়ে মো.মাহমুদ আলী যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রাজনীতিবিদ, শত-শত ছাত্রলীগ, যুবলীগ ও জন প্রতিনিধিগণসহ হাজারো জনতা তাকে বরণ করে নিয়েছেন।সে থেকেই উপজেলা জুড়ে তার নাম আলোচনায় উঠে আসে।
মো.মাহমুদ আলী দীর্ঘদিন থেকে মানুষের জন্য ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মহামারী করোনার সময়ে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫০ লক্ষ টাকার খাদ্য সহায়তা দিয়েছেন। বিগত অকাল বন্যা এবং বাইশের মহা প্লাবনে মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে ছেন। অনেক মসজিদ-মাদ্রাসা ও স্কুলের উন্নয়নে তার রয়েছে ব্যাপক অবদান। এ বিবেচনায়,মো.মাহমুদ আলী উপজেলা নির্বাচনে প্রার্থী হলে পাল্টে যেতে পারে ভোটের পুরনো হিসাব নিকাশ।
উপজেলা নির্বাচনে প্রার্থী হবার বিষয়টি সম্পর্কে জানতে তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন,আল্লাহ পাক শরীর স্বাস্থ্য ভালো রাখলে,ছাতক উপজেলার মানুষ যদি তাকে চায় তবে সকলের মতামত নিয়ে তিনি প্রার্থী হবেন
মো মাহমুদ আলীর ঘনিষ্ঠ একজন রাজনৈতিক নেতা এবং নিকটাত্মীয় জানান, মো.মাহমুদ আলী আমাদের অহংকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু তনয়া শেখ রেহেনার সাথে ও রয়েছে তার সুসম্পর্ক রয়েছে। নির্বাচনে প্রার্থী হলে জনগণ তাকে ভোট দেবে। ছাত্রলীগের সোনালী অর্জন,বীর সাহসী ও এক কর্মীবান্ধব নেতা তিনি।##