মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রয়ারী) বিকাল ৪টায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সকলের বাড়ি রাজনরগ উপজেলার সদর ইউনিয়নের দাশটিলা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নম্বরবিহীন দুটি সিএনজির একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। এসময় রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় পৌছালে গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে সিএনজি চালক বাছিত মিয়ার ছেলে রাজু আহমদ (২০) নিহত হন। সিলেট ওসমানী মেডকেল কলেজে যাওয়ার পথে অপর সিএনজি চালক কুদ্দুস মিয়ার ছেলে সাহেল আহমদ (২২) ও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর ফাহিম ওরফে নাইম আহমদ (২০) নিহত হন।
আহতরা হলেন, দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০) ও তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) গুরুতর আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুস ছালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।