শহিদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জ জেলার বৃহৎ সামাজিক সংগঠন বিজয় সমাজ কল্যাণ সংস্থা’র সাংগঠনিক সম্পাদক কবি আক্তার হোসেনের স্মৃতিচারণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় সদর উপজেলার নীলপুর বাজারে বিজয় সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে স্মৃতিচারণে শোকসভা ও দোয়া মাহফিলে সংস্থার সহ-সভাপতি শাহরিয়ার আহমদ আকিক ও সাধারণ সম্পাদক শিপন আহমদের যৌথ সঞ্চলনায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি ফরিদ আহমদ।
স্মৃতিচারণ শোক সভায়, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশিদ,যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ,সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি জসিমউদদীন, বিশিষ্ট সমাজ-সেবক গিয়াসউদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি রিংকু চন্দ্র শীল ব্যক্তব্য রাখেন।
উল্লেখ্য, আক্তার হোসেন গত ৩১শে মার্চ সিলেট থেকে সুনামগঞ্জে আসার পথে রাত ১০ঘটিকাত শান্তিগঞ্জের পাগলায় কালবৈশাখী ঝড়ে আটকে পড়েন। এসময় সিএনজি থেকে বের হলে প্রচন্ড কালবৈশাখী ঝড়ের কবলে গাছের ডাল তার শরীরে পরে গুরুতর আহত হন। এবং রাগিব রাবেয়া মেডিকেল চিকিৎসাধিন অবস্থায় তিনি ৬ই এপ্রিল রাত ৩ ঘটিকায় মৃত্যু বরণ করেন।
স্মৃতিচারণ শোক সভায়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ বলেন, একজন মানবিক মানুষ হারিয়ে আমরা শোকাহত, আক্তার নিঃসন্দেহে একজন মানবপ্রেমিক ছিল তার দৃষ্টান্ত প্রমাণ আজকের এই অনুষ্ঠান। আমি তার মেয়ে আদিবা’র যাবতীয় লেখাপড়ার খরচ বহন করতে চাই।
বক্তব্যে, বিজয় সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী সদস্য ও সাবেক সফল সভাপতি ফরিদ আহমদ বলেন, আমাদের সংগঠনের সংক্ষিপ্ত আকারে বলা হয় (বিএসকেএস) একজন মানুষ কতটুকু সংগঠন প্রেমিক হলে তার ফেইসবুকে আইডিতে (বিএসকেএস) যুক্ত করতে পারেন-!!
হ্যাঁ, আক্তার তার ফেইসবুক আইডিতে সংগঠনের সংক্ষিপ্ত রুপ যুক্তকরে রেখেছিল। সে সব সময় নিজের অবস্থান থেকে মানবিক কাজে সংযুক্ত থাকার জন্য সচেষ্ট ছিল, আমরা দুঃখ ভরাক্লান্ত মনে আজকের স্মৃতিচারণ শোক সভা অনুষ্টানে সবার কাছে আক্তারের জন্য মহান মাবুদের দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ পাক যেন মানবিক কার্যক্রমের উচিলায় তার বান্দাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন।
সংগঠনের প্রতিষ্টাকালীন সভাপতি জসিমউদদীন বলেন, আক্তার সংগঠনে শুরু থেকে সংযুক্ত ছিল,সে দীর্ঘ যাবৎ সংগঠনের দায়িত্বশীল ছিল। আক্তার আমাদের একজন একানিষ্ট মানবিককর্মী ছিল, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ পাক আমাকে দুইটা কন্য সন্তান দিয়েছেন, এখন আক্তার মেয়ে আদিবাকে আমার মেয়ের মতন তার সব ইচ্ছে পূর্ণ করার দায়িত্ব আমি নিতে চাই।
সংগঠনে সাধারণ সম্পাদক শিপন আহমদ বলেন,দীর্ঘ যাবৎ আক্তার ভাইয়ের সাথে কাজ করেছি। কিন্তু কখন বিরক্তবোধ হতে দেখি নাই। আমরা সংগঠনের পক্ষ থেকে আক্তার ভাইয়ের পরিবার ও তার মেয়ে আদিবার দায়িত্ব বিয়ার আগ পর্যন্ত নিব ইনশাআল্লাহ। আপনার আমাদের জন্য দোয়া করবেন।
এছাড়া বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক একরামুল হক সেলিম, আব্দুল আহাদ,প্রতিষ্ঠাকালীন নির্বাহী সদস্য মাষ্টার নজিবুর রহমান, সহ-সভাপতি এহসানুল হক এহসান,মাহবুব ইসলাম,আবু-তালেব, সাব্বির আহমেদ। বৈদেশিক পৃষ্ঠপোষক মিজানুর রহমান মিজান,আফতাব আলী, আনোয়ার হোসেন, সহ-সাধারণ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মানিক,শাহনুর আহমদ, সহ-অর্থ সম্পাদক রবিউল হাসান রবি, লিপ্টু দাস সুজন, শিক্ষা সম্পাদক সুন্দীপ কুমার দাস, আকিক মিয়া,শিক্ষানুরাগী মোহাম্মদ আলী,নজরুল ইসলাম, সোহাগ আহমদ,জামিল আহমেদ সহ সংগঠন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শহিদুল ইসলাম রেদুয়ান /১৩ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ।