গভীর রাতে রাজধানীর কারওয়ানবাজারের মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ আছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০০ ঘর পুড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এফডিসিঘেঁষা এই বস্তিতে অন্তত ৫০০ ঘর আছে। রাতের আগুনে পুড়ে গেছে কমপক্ষে ৩০০ ঘর। ভয়াবহ এই আগুনে বেশিরভাগ বস্তিবাসীই পরনের কাপড় ছাড়া জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারেননি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে আসেন তারা। তবে কাঠ, বাঁশ আর টিনের তৈরি বস্তির আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীকে। একপর্যায়ে ১৩টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ঘর হারানো এক ভুক্তভোগী বলেন, লাগছে তো আগুন বাবা, কেডা ক্যাম্মে দিয়া বাইরাইছে, জিনিসপত্র কেউই আনতে হারছে না। সব জিনিসপত্র ফালায়া কোনোভাবে জান লইয়া বাইরায়া পড়ছি।
আরেক ভুক্তভোগী বলেন, আমরা ঘুমে আছিলাম। এই টাইমেও জাগনা হইয়া কাঁচাবাজার যাই আমরা, মাল কিনি তো। হেইসময় উঠছি, কয় আগুন লাগছে, আগুন লাগছে। খালি বাইর হইছি হেইডাই, আর কিচ্ছু করতে হারিনাই।