প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে পর্দা উঠল এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবির যৌথ আয়োজনে শুরু হওয়া মেলায় এবার বাড়ানো হয়েছে সব বয়সীদের প্রবেশ ফি। এবারের মেলায় প্রবেশে প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। তবে কার্ড দেখানো সাপেক্ষে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে বাণিজ্য মেলার ২৮তম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি চলবে মাসব্যাপী।
আয়োজকরা জানিয়েছেন, বাণিজ্য মেলার টিকিট অনলাইনেও বিক্রি হবে। এছাড়া বিকাশের মাধ্যমে ডিসকাউন্টেও টিকিট বিক্রি হবে।
জানা গেছে, আগের মতো এবারও মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
মেলায় যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করতে ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে।
এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নিচ্ছে।
রফতানি উন্নয়ন ব্যুরোর সচিব বিবেক সরকার জানিয়েছেন, ‘এ বছর মেলার পরিধি বাড়ানো হয়েছে। এবার দেশি-বিদেশি ৩৫০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি-প্যাভিলিয়ন থাকবে। যা গতবছর ছিল ৩৩১টি।’