বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি অনলাইন ফোরামের উপদেষ্টা মনোনীত হলেন উম্মে ফারজানা ডায়না সুনামগঞ্জে বিজয় সমাজ কল্যাণ সংস্থা’র সাংগঠনিক সম্পাদক আক্তারের স্মৃতিচারণে শোকসভা অনুষ্ঠিত।  শান্তিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা।  সাংবাদিকরা হলেন জাতির জাগ্রত বিবেক : এম এ মান্নান। নির্বাচন প্রভাবমুক্ত হয়েছে এটি বুঝলেও সরাসরি স্বীকার করতে দ্বিধা যুক্তরাষ্ট্রের ! রাজনগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিড়ি জব্দ ছাতক উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান: যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী।  সামাজিক সংগঠন ট্রাস্টেড এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত চায়ের রাজধানীতে ‘ভোরের চেতনা’ পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও মিলন মেলা

পাপন ভাইয়ের কাছে প্রত্যাশাটা বেশি থাকবে: সুমন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

প্রায় একযুগ ধরে ক্রিকেটের অভিভাবকের দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। ২০১২ সাল থেকে বিসিবির সভাপতি হয়ে এই দায়িত্ব শুরু হয় তার, যা চলমান এখনো। তবে এর মধ্যেই ক্রিকেটের পাশাপাশি এবার পুরো দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবকের পদ পেয়েছেন তিনি।

সবশেষ অনুষ্ঠিত হওয়া কিশোরগঞ্জ-৬ আসন থেকে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত হওয়ার পর গেল পরশু দিন প্রথম বারের মতো মন্ত্রিত্ব পান পাপন। আর প্রথমবারের বাজিমাত। পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। আর বিসিবি বস এই দায়িত্ব পাওয়ার পর সবার প্রত্যাশা ক্রিকেটের মতো দেশের সব ক্রীড়াঙ্গনেরই উন্নয়নের ছোঁয়া দেখা যাবে।

এ প্রসঙ্গে গতকাল শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘পাপন ভাইয়ের কাছে প্রত্যাশাটা সবার অনেক বেশি থাকবে। সব খেলারই অবকাঠামোটা আরো এগিয়ে নেওয়া সম্ভব। আরো এগিয়ে নিতে হবে যদি আমরা বিশ্ব লেভেলে প্রতিযোগিতা করতে চাই। সে ক্ষেত্রে আগে হয়তো তার কিছুটা সীমাবদ্ধতা ছিল। এখন যেহেতু ক্রীড়া মন্ত্রী হয়ে গিয়েছেন, সেই সীমাবদ্ধতাটা কম থাকবে।’

ভিন্ন আরেকটি প্রশ্নে বিসিবি সভাপতিকে নিয়ে তিনি বলেন, ‘পাপন ভাই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আছেন অনেক দিন ধরে। এর পাশাপাশি অন্য সংগঠনগুলোর দেখাশুনা করেছেন। অন্য সংগঠনগুলো যখন তাদের দরকার হয়েছে তার কাছে কিন্তু এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

গোপনীয়তা নীতি স্বত্ব © ইত্তেলাহ্ লিমিটেড (২০২০-২০২৪)

themesba-lates1749691102