বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি অনলাইন ফোরামের উপদেষ্টা মনোনীত হলেন উম্মে ফারজানা ডায়না সুনামগঞ্জে বিজয় সমাজ কল্যাণ সংস্থা’র সাংগঠনিক সম্পাদক আক্তারের স্মৃতিচারণে শোকসভা অনুষ্ঠিত।  শান্তিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা।  সাংবাদিকরা হলেন জাতির জাগ্রত বিবেক : এম এ মান্নান। নির্বাচন প্রভাবমুক্ত হয়েছে এটি বুঝলেও সরাসরি স্বীকার করতে দ্বিধা যুক্তরাষ্ট্রের ! রাজনগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিড়ি জব্দ ছাতক উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান: যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী।  সামাজিক সংগঠন ট্রাস্টেড এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত চায়ের রাজধানীতে ‘ভোরের চেতনা’ পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও মিলন মেলা

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাংলাদেশ সফর নিয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন। তার সফরকালে ঢাকা কিংবা দিল্লি- কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে অজিত দোভালের সফরের পর বৃহস্পতিবার দুই দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে।

দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রলায়ের মুখপাত্র রানধির জেসওয়াল বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশ আমাদের খুব কাছের প্রতিবেশী। সম্প্রতি সেখানে সাধারণ নির্বাচন হয়েছে। বাংলাদেশের মতো প্রতিবেশী দেশে উচ্চপর্যায়ের সফর বিনিময় নৈমিত্তিক ব্যাপার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সফরও সেরকম।

জেসওয়াল বলেন, অজিত দোভাল ঢাকা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।

এদিকে একই দিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে অজিত দোভালের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেন।সেহেলী জানান, অজিত দোভাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন।

সফরকালে অজিত দোভাল আর কার কার সঙ্গে বৈঠক হয়েছেন জানতে চাইলে সেহেলী সাবরীন জানান, তার কাছে আর কোনো তথ্য নেই।

ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, গত ৭ জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ার পর এটাই ছিল বাংলাদেশে ভারতের প্রথম উচ্চপর্যায়ের সফর। মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতিসহ নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অজিত দোভালের এই সফরে আলোচনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

গোপনীয়তা নীতি স্বত্ব © ইত্তেলাহ্ লিমিটেড (২০২০-২০২৪)

themesba-lates1749691102