শেখ মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা 'র সার্বিক সহযোগিতায় এবং ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের পরিচালনায় শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট চা-বাগান উচ্চ বিদ্যালয় স্কুলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনে মোট ২১০জন রুগিকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। তন্মধ্যে ৫০ জন রুগিকে হসপিটালে ফ্রি ছানি অপারেশনের জন্য নেওয়া হয়েছে এবং বাকিদের ক্যাম্পেইনেই উন্নতমানের চিকিৎসা প্রদান করা হয়েছে।
উক্ত ক্যাম্পেইনে ইস্পাহানি চক্ষু ইনস্টিটিউট এর ডাক্তারবৃন্দসহ শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা'র স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।